Thursday 28 July 2022

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন বিষয়:-মাতৃভাষা শ্রেণী:-পঞ্চম।

       
       দ্বিতীয় সাময়িক মূল্যায়ন
             বিষয়:-মাতৃভাষা
                শ্রেণী:-পঞ্চম।  
-------------------------------------------------------------------
১) 'নীল পাহাড়ের দেশে' নামক কবিতাটি প্রথম ১০ শারি মুখস্থ লেখো।
২.উত্তর লেখো:-
ক)নীল পাহাড়ের দেশে কে থাকে ? 
গ) নতুন ডাক্তার কাকে বলা হয়েছে ?
ঘ)শিখদের পবিত্র গ্রন্থের নাম কী ?
ঙ)রাজকন্যের শাড়িতে কী বসানো আছে ?
ছ)গ্রামের গ্রন্থাগারটির নাম কী রাখা হয়েছে ?
৩) উত্তর দাও। ( যেকোনো ১০টি)
ক) ) 'বইয়ের পোকা ’ বলতে কী বোঝ ? 
খ) রাজকন্যে হাসলে কী ছড়ায় ? 
গ)একান্ত সাধনার ফলে মানুষ কী অর্জন করতে পারে ? 
ঘ) গ্রন্থাগারটি কাদের উদ্যোগে গড়ে উঠেছে ?      
ঙ) কীভাবে নীল পাহাড়ের দেশে পৌঁছা যায় ?
চ) বিভুতিভূষণ মায়ের কাছে অনুনয় বিনয় করছিলেন কেন ? 
ছ) হ্যালিডে সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পোশাক পাল্টাতে হবে কেন বলেছিলেন ?
জ)' গ্রন্থমেলা ' কী ? 
ঝ) বই পড়লে কী হয় ? 
ঞ) নানক শিক্ষককে কী প্রশ্ন করেছিলেন ? 
 ট) প্রফুল্লচন্দ্র রায় নিজের মাইনে থেকে মাত্র চল্লিশ টাকা রেখে বাকিটা দান করে দিতেন কেন ?
 ঠ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা পিতার নাম লেখো।
 ড) নানক তীর্থে গিয়ে কী ঝামেলায় পড়েছিলেন ?
 ঢ) মহম্মদ মহসিন যে দয়ালু ব্যক্তি ছিলেন , তার পরিচয় দাও ?
  ৩) শব্দার্থ লেখো:- শ্বেত, পারদর্শী 
 ৪) যুক্তবর্ণ গঠন করে একটি করে শব্দ লেখো।
জ+ঞ= দ+রং+উ=
৫)বাক্য রচনা কর।
স্বনামধন্য:- গ্রন্থমেলা:-
৬)বচন পরিবর্তন কর।
আমার:- ব‍ই:- 
৭) বিপরীতার্থক শব্দ লেখো।
সুখবর, গ্রাম, নতুন, আশা
৮) একাট শব্দে লেখো । 
ক) যিনি শিক্ষাদান করেন 
খ) যিনি রোগীর শুশ্রূষা করেন
 

No comments:

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত

CLICK HERE 👉দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত