Thursday 28 July 2022

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন বিষয়:-মাতৃভাষা শ্রেণী:-তৃতীয়।


       দ্বিতীয় সাময়িক মূল্যায়ন
             বিষয়:-মাতৃভাষা
                শ্রেণী:-তৃতীয়।  
-----------------------------------------------------------------------
১) 'উচিত শিক্ষা ' নামক কবিতাটি প্রথম ৬ শারি মুখস্থ লেখো।
২) শুধু উত্তর লেখো।
  ক) সুমনার কাছে কার চিঠি এসেছিল?
  খ) স্বর্গের রাজার নাম কী?
  গ) কোন ঋতুতে দেবরাজ-কন্যা পৃথিবীতে এসেছিলেন?
 ঘ) সিদ্ধার্থ কার নাম?
 ঙ) বৌদ্ধধর্ম কে প্রচার করেছিলেন? 
 চ) দেবরাজ-কন্যা মর্তে যাবার সময় কী জিনিস সঙ্গে নিয়েছিলেন?  
ছ) সুমনা বনভোজে কোথায় গিয়েছিল?

৩)নীচের প্রশ্নগুলোর উত্তর দাও ও লেখো।
ক) দেবরাজ-কন্যা পৃথিবীতে কী কী দেখে মুগ্ধ হয়েছিলেন? 
খ) উৎসাহে ষণ্ডা হাতির বুক কেন নেচে উঠেছিল? গ) বুদ্ধদেবের পিতার নাম কী?
 ঘ) রাগের চোটে হাতি জিরাফের ঘাড় কেন ধরেছিল?
ঙ) দেবরাজ-কন্যা স্বর্গে পৌঁছোতে না পারায় দেবরাজ কী বলেছিলেন?
চ) চিঠি লেখার পর মা সুমনাকে কী বলেছিলেন? 
ছ) চিঠি বন্ধ করে খামের উপরে কী লিখতে হয়?
জ) দেবরাজ-কন্যা স্বর্গে কেন ফিরে যেতে চেয়েছিলেন?
ঝ) মহারাজ অশোক কেন ক্ষুব্ধ হয়েছিলেন?
ঞ) স্বর্গের রাজসভার নর্তকী পাখিটির নাম কী?
৪) যুক্তবর্ণ গঠন কর:--  
গ+ধ= ---- র+ম=----- শ+র+উ=-----      
৫) যুক্তবর্ণ ভেঙে লেখো:-- স্ব, প্ল, দ্ধ 
৬) কাকে কী বলবে, লেখো।
(ক) মায়ের ভাই ----------------------
(খ) বাবার ছোটো ভাই -------------
(গ) মায়ের বাবা-------------------
(ঘ) বাবার বোন ----------------------
৭) শব্দার্থ লেখো:- নর্তকী
৮)



৯) নীচের বাক্যটি তিনবার লেখো।
     আমি মাতা-পিতার সেবা করব।




No comments:

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত

CLICK HERE 👉দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত