Thursday 28 July 2022

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন বিষয়:-মাতৃভাষা শ্রেণী:-চতুর্থ।

    
       দ্বিতীয় সাময়িক মূল্যায়ন
             বিষয়:-মাতৃভাষা
                শ্রেণী:-চতুর্থ।  
-----------------------------------------------------------------------
১। শুদ্ধ উত্তরটি বেছে বের করে লেখো
(ক) কোন প্রকার খাদ্যদ্রব্য থেকে আমরা প্রধানত শক্তি পাই – সবুজ শাক-সবজি/ পেয়ারা/ভাত
(খ) কী করলে আমাদের শরীর সবল হয়—
শুয়ে থাকলে/বসে থাকলে/ব্যায়াম করলে
(গ) কোন প্রকার খাদ্যদ্রব্য আমাদের শরীর বৃদ্ধি হতে সাহায্য করেহরীতকী/ আমলকী/দুধ
(ঘ) কোন প্রকার খাদ্যদ্রব্য আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে— মাংস/ রুটি /মোচা
২).শূন্য স্থান পূরণ করো—
(ক) পরিবার -----------প্রাথমিক একক।
(ঘ) সবুজ শাক-সবজি, ফল-মূল ইত্যাদি আমাদের শরীরকে -------- থেকে রক্ষা করে।
২। শুদ্ধ বাক্যটিতে ‘v’চিহ্ন দাও
(ক) আহার আমাদের শরীরে শক্তি যোগায়।
(খ) রাস্তায় হাঁটার সময় সর্বদা নিজের বাঁ দিক দিয়ে যেতে হয়।
(গ) আলুর চিপ্‌স, শীতল পানীয়, আইসক্রিম ইত্যাদি আমাদের শরীরের জন্য উপকারী।
(৩) সম্পর্কটিকে এক কথায় লেখো—
(ক) মায়ের ভাই ------------
(খ) বাবার বাবা ------------
(৪) উত্তর লেখো।
(ক) একটি পরিবারকে কে পরিচালনা করেন? (খ) কী কী উৎসের থেকে আমরা জল পাই?
(গ) দুটি শক্তিদায়ক খাদ্যের নাম লেখো।
(ঘ) একক পরিবারের সদস্য কারা ?
(ঙ) যৌথ পরিবার কাকে বলে ?
(চ) মাঠে খেলা হয় এমন দুটি খেলার নাম লেখো।
(ছ) ভূ-জল কী?
(জ) রোগ থেকে শরীরকে রক্ষা করে এমন দুটি ফলের নাম লেখো ।
(ঝ) বৃদ্ধ বয়সে দাদু-ঠাকুমাকে কারা সেবা যত্ন করে।
(ঞ) ঘরের ভিতরে খেলা হয় এমন দুটি খেলার নাম লেখো। 
(ট) একক পরিবার কাকে বলে?
(৫) শরীর বৃদ্ধিতে সাহায্য করে এমন ৩টি খাদ্যের নাম লেখো।
(৬)পরিবারের প্রধান কী কী কাজ করেন?
(৭) জল কি কি কাজে ব্যবহার করা হয়?










No comments:

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত

CLICK HERE 👉দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত