Tuesday 2 August 2022

দূর্যোগ


উত্তর:-প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনা বা পরিঘটনা ভয়াবহ রূপ নিয়ে মূহুর্তের মধ্যে পরিবেশের অভাবনীয় ক্ষতি সাধন করে। এই ঘটনা বা পরিঘটনাগুলোকেই দুর্যোগ বলা হয়৷


ভূমিকম্পের ফলে কী হয়

• কখনও মাটি ফেটে জল ও বালি উপরে উঠে আসে,

• বাড়ি-ঘড় ভেঙে যায়,

• নদীর গতিপথ বদলে যায়,

• নদীর বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়,

• কখনও ভূমিস্খলন ও হয়,

ভূ-পৃষ্ঠ থেকে মাটি, বালি, শিলা ইত্যাদি উঠে এসে লিঁচু স্থান উঁচু হয়ে

যায়,

• ভূ-পৃষ্ঠের মাটি নিচের দিকে যাওয়ার ফলে খাল-বিল ইত্যাদি জলাভূমি তৈরী হয়৷

ভূমিকম্প হলে করণীয় ব্যবস্থাসমূহ

• ভয় পেয়ে দৌড়াদৌড়ি না করা,

• ঘরের মধ্যে থাকলে বিছানা বা টেবিলের নীচে আশ্রয় নেওয়া,

• বিদ্যালয় থাকলে বেঞ্চ বা টেবিলের নীচে আশ্রয় নিয়ে খুঁটিতে জোরে

ধরে থাকতে হয়,

• সম্ভব হলে খোলা আকাশের নীচে আশ্রয় নেওয়া উচিত,

• আগুন জ্বালানো থাকলে আগুন নিভানোর চেষ্টা করা,

● উঁচু গাছের নীচের থেকে সরে যাওয়া,

• বড়ো বড়ো অট্টালিকা থেকে নামার জন্য লিফট ব্যবহার না করে সিঁড়ি

ব্যবহার করা৷

ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি হ্রাস করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত -

অপরিকল্পিতভাবে বহুতল বাড়ি বানানো অনুচিত৷

• ঘরের দেওয়াল, চাল, খুঁটি ইত্যাদি ফাটল বা ডাঙা অংশ মেরামত করা৷

• ছোট খাটো আঘাতের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হয়৷

· বিদ্যুৎ সংযোগে ত্রুটিগুলো মেরামত করা৷

. ভূমিকম্পের বিভিন্ন সসতর্কবার্তা ও খবরাখবর রেডিও ও দূরদর্শনে প্রচার করা হয়। ঘরে ব্যাটারি চালিত রেডিও রাখা উচিত যাতে ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সংযোগ হলেও সব ধরনের খবর পাওয়া যায়৷ ভূমিকম্পের সময় পরিবারের সব সদস্যদের রন্ধন গ্যাস, জল, বৈদ্যুতিক বাতি ইত্যাদির সংযোগ বিচ্ছিন্ন করার কথা মনে রাখতে হবে৷

দুর্যোগের সাধারণ প্রভাব

● দূর্যোগের ফলে গাছপালার সঙ্গে সঙ্গে বনাঞ্চলও ধ্বংস হয়ে যায়৷

মানুষ ও প্রাণী বিপদের সম্মুখীন হয় বা মৃত্যুমূখে পড়ে৷

● প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে থাকে৷

• এক একটি বৃহৎ এলাকায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অভাব হয়।

● • দূর্যোগের প্রভাবে পপরিবেশ দূষিত হয়।

• জনসাধারণ ভীতিগ্রস্ত হয়৷




No comments:

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত

CLICK HERE 👉দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত