Thursday 4 August 2022

মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন

মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন:-

মানচিত্রের প্রয়োজনীয়তা

মানচিত্র থেকে আমরা কি কি জানতে পারি -
মানচিত্র দেখে আমরা যেকোনো একটি স্থানের বিভিন্ন তথ্য পেতে পারি। সাধারণত কোনো একটি স্থান, দেশ এবং রাজ্যের সীমার সঙ্গে সাগর-মহাসাগর, নদী-উপনদী, শহর-নগর, রাস্তা-ঘাট ইত্যাদির মানচিত্রটি একটি সমতল পৃষ্ঠায় উপস্থাপিত করা হয়। মানচিত্রে পাহাড়-পর্বত, নদীউপনদী, পথ, সীমা ইত্যাদি বোঝাতে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই সাংকেতিক চিহ্নগুলোর বিষয়ে জানলে আমরা একটি স্থানের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি।


মানচিত্রে কোনো একটি স্থানের বিষয়ে জানতে হলে দিকের বিষয়ে জানাটাও আবশ্যক। সাধারণত মানচিত্রে উপরের দিকটি উত্তর দিক। নীচের দিকে দক্ষিণ, তোমাদের ডানদিকে পূর্ব এবং বামদিকে পশ্চিম দিক হিসাবে ধরা হয়। দিক বোঝাতে একটি সূচক চিহ্ন মানত্রিটিতে আঁকা থাকে। এই সূচক চিহ্নের সাহায্যে আমরা মানচিত্রের মধ্যের বিভিন্ন স্থানের দিক নির্ণয় করতে পারি।


No comments:

দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত

CLICK HERE 👉দ্বিতীয় সাময়িক মূল্যায়ন শ্রেণী:-দ্বিতীয়, বিষয়:- গণিত